রাজ্য জুড়ে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস! জানাচ্ছে হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: কলকাতা ও আশপাশের এলাকার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল অনেকটাই। মঙ্গলবারের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি বেড়েছে। অন্যদিকে মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির আশপাশে। রয়েছে ঘর্মাক্তজনিত অস্বস্তিও। সেই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিন দুয়েকের মধ্যে তাপমাত্রা সামান্য কিছুটা হলেও হ্রাস পাবে। জেলায় জেলায় কালবৈশাথীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।
Post a Comment