সুস্থ যৌন জীবন পেতে যে প্রচলিত ধারণাগুলো এড়িয়ে চলবেন
ODD বাংলা ডেস্ক: তথ্যের মতোই প্রচলিত ধারণা বা মিথ আমাদের সমাজে অনেক মানুষ খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে। সবচেয়ে বড় দুঃখের বিষয় এই মিথগুলো এমন ভাবে বলা হয়ে থাকে যা আপনার কাছে সত্যি বলে মনে হবে। আর আমাদের সমাজে এই মিথগুলো সবচেয়ে বেশি প্রচলিত মানুষের যৌন জীবন ঘিরে। তাই সুস্থ যৌন জীবন পেতে এই এই প্রচলিত ধারণাগুলো এড়িয়ে চলা উচিত-
প্রথম যৌন মিলনে গর্ভবতী হতে পারবেন না
অনেক দম্পতি বা যুগল মনে করেন প্রথমবার যৌন মিলনে গর্ভবতী হবার সম্ভাবনা খুবই কম। তাই তারা প্রথমবার অরক্ষিত যৌন মিলন বেছে নেয়। আর এই মিথ থেকেই অনেককে বড় মাশুল দিতে হয়।
পিরিয়ডের সময় যৌন মিলনে নারী গর্ভবতী হয় না
সবচেয়ে বড় কষ্টের বিষয় এই মিথটি অনেক মানুষ বিশ্বাস করে থাকেন। তবে চিকিৎসা বিজ্ঞান বলে- পিরিয়ডের সময় যৌন মিলনে গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি পিরিয়ডের সময় সহবাস করেন তবে অবশ্যই কনডম বা সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করুন।
অর্গাজম গর্ভপাত ঘটাতে পারে
গর্ভাবস্থায় মহিলারা শক্তিশালী যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন এবং তাই অর্গাজমও ঘন ঘন হয়। অনেকে আবার মনে করে থাকে অর্গাজম হলে গর্ভপাত হতে পারে। যা সম্পূর্ণ ভুল একটি ধারণা। তবে আপনার যদি পূর্বে গর্ভপাতের ইতিহাস থেকে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
ভিত্তিহীন প্রচলিত ধারণা বা মিথ আপনার যৌন জীবনকে জটিল করে তুলতে পারে। সন্দেহের ক্ষেত্রে একজন ডাক্তারের কাছে যান এবং পরামর্শ নিন। আপনার যদি পূর্বের স্বাস্থ্যগত জটিলতা থাকে, তাহলে সবসময় আপনার ডাক্তারকে এ বিষয়ে জানানো উচিত। কেননা মিথ বা প্রচলিত ধারণা প্রতি বিশ্বাস আপনার ছোট অসুস্থতাকেও বড় করে তুলতে পারে।
Post a Comment