টানা তুষারপাতে আটকে পর্যটকরা, বন্ধ সবকিছু! ভেস্তে যেতে পারে সিকিম ট্যুর প্ল্যান

ODD বাংলা ডেস্ক:নাগাড়ে তুষারপাত সিকিমজুড়ে। গত পাঁচদিন ধরে চলছে টানা বৃষ্টি। এর জেরে বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন ১৭৫ জন পর্যটক। যাদের মধ্যে অধিকাংশই বাঙালি। জানা গিয়েছে, বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীদের সাহায্যে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জেরে সিকিম ট্যুর পরিকল্পনা ভেস্তে গিয়েছে অনেকের। এর জেরে পর্যটন সেক্টরে জোর ধাক্কা। নাথুলা, হরভজন বাবা মন্দির, জুলুক, গুরুদংমার লেক, ছাঙ্গু লেকের মতো পর্যটন স্থলগুলি বরফে ঢেকে গিয়েছে। ফলে এই মুহূর্তে সিকিমে বেড়াতে গিয়েও কার্যত হোটেলেই আটকে থাকতে হচ্ছে পর্যটকদের। রাস্তায় জমে থাকা বরফের জেরে গাড়ি মাঝপথেই আটকে যাচ্ছে। ফলে গাড়ি চালকরা পর্যটকদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি নিতে নারাজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.