দোলের দিন পালন করুন আবীরের বিশেষ টোটকা, কেটে যাবে সকল দাম্পত্য অশান্তি

ODD বাংলা ডেস্ক: বছরের এই একটা দিনের জন্য সকলে অধীর অপেক্ষায় থাকেন। এই দিন সব দুঃখ ও বিভেদ ভুলে একে অপরকে রঙ মাখান। এই উৎসব শুধু বাঙালিদের নয়। সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ পালন করে এই উৎসব। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও রাধা-কৃষ্ণের পুজো হয় এই দিন। তো কোথাও হোলিকা দহন উৎসবের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব বিস্তর। পূর্ণিমা তিথিতে পালিত হয় উৎসব। এই দোলের দিন যেমন আনন্দ উপভোগ করবেন তেমনই দূর করুন জীবনের কোনও জটিলতা। দোলের দিন পালন করুন বিশেষ জ্যোতিষ টোটকা। দাম্পত্য অশান্তি দূর করলে পারলন করুন বিশেষ টোটকা। মিলবে উপকার।

রাধা কৃষ্ণের পুজো করা হয় দোল উৎসবের দিন। এই দিন দাম্পত্য অশান্তি দূর করতে চাইলে ঘরে রাধা কৃষ্ণের ছবি লাগান। আপনার শোওয়ার ঘরে রাধা কৃষ্ণের ছবি লাগালে মিলবে উপকার। এতে দাম্পত্য কলহ দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে পরিবারেও আসবে সুখ। এতে মিলবে উপকার।

দোলের দিন স্বামী-স্ত্রী দুজন মিলে কালো রঙের কুকুরকে আবীর দিন। এতে দাম্পত্য কলহ দূর হবে। তেমনই কালো কুকুরকে খাওয়াতেও পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে।

দোলের দিন একসঙ্গে স্বামী-স্ত্রী রাধা কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করুন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে। সকল সমস্যা দূর হবে। এই দিন সর্বত্র রাধা-কৃষ্ণের পুজো হয়। এই দোলের দিন স্বামী-স্ত্রী মিলে রাধা কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করুন।

দোলের দিন স্বামী-স্ত্রী দুজন মিলে গোরুর পায়ে আবীর দিন। এতে দাম্পত্য কলহ দূর হবে। তেমনই গোরুকে খাওয়াতেও পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে। হিন্দু শাস্ত্র মতে, গোরুকে গো মাতা হিসেবে পুজো করা হয়। তাই দোলের শুভ তিথিতে গোরুর পায়ে আবীর দিলে মিলবে উপকার।

শাস্ত্রে দোলের দিনটি গুরুত্বপূর্ণ। এই দিন যে কোনও সমস্যা থেকে মুক্তির জন্য টোটকা পালন করতে পারেন। মনষ্কামনা পূরণের জন্য হোক কিংবা আর্থিক অনটন দূর করতে কিংবা দাম্পত্য জটিলতা থেকে মুক্তি পেতে টোটকা পালন করতে পারেন। তেমনই বাস্তুদোষ দূর করতে পালন করতে পারেন টোটকা। এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.