দোলের দিন পালন করুন আবীরের বিশেষ টোটকা, কেটে যাবে সকল দাম্পত্য অশান্তি
রাধা কৃষ্ণের পুজো করা হয় দোল উৎসবের দিন। এই দিন দাম্পত্য অশান্তি দূর করতে চাইলে ঘরে রাধা কৃষ্ণের ছবি লাগান। আপনার শোওয়ার ঘরে রাধা কৃষ্ণের ছবি লাগালে মিলবে উপকার। এতে দাম্পত্য কলহ দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে পরিবারেও আসবে সুখ। এতে মিলবে উপকার।
দোলের দিন স্বামী-স্ত্রী দুজন মিলে কালো রঙের কুকুরকে আবীর দিন। এতে দাম্পত্য কলহ দূর হবে। তেমনই কালো কুকুরকে খাওয়াতেও পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে।
দোলের দিন একসঙ্গে স্বামী-স্ত্রী রাধা কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করুন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে। সকল সমস্যা দূর হবে। এই দিন সর্বত্র রাধা-কৃষ্ণের পুজো হয়। এই দোলের দিন স্বামী-স্ত্রী মিলে রাধা কৃষ্ণের পায়ে আবীর নিবেদন করুন।
দোলের দিন স্বামী-স্ত্রী দুজন মিলে গোরুর পায়ে আবীর দিন। এতে দাম্পত্য কলহ দূর হবে। তেমনই গোরুকে খাওয়াতেও পারেন। এতে দাম্পত্য জীবনে সুখ আসবে। হিন্দু শাস্ত্র মতে, গোরুকে গো মাতা হিসেবে পুজো করা হয়। তাই দোলের শুভ তিথিতে গোরুর পায়ে আবীর দিলে মিলবে উপকার।
শাস্ত্রে দোলের দিনটি গুরুত্বপূর্ণ। এই দিন যে কোনও সমস্যা থেকে মুক্তির জন্য টোটকা পালন করতে পারেন। মনষ্কামনা পূরণের জন্য হোক কিংবা আর্থিক অনটন দূর করতে কিংবা দাম্পত্য জটিলতা থেকে মুক্তি পেতে টোটকা পালন করতে পারেন। তেমনই বাস্তুদোষ দূর করতে পালন করতে পারেন টোটকা। এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি।
Post a Comment