হাসপাতালে ভর্তি না হয়েও পেতে পারেন মেডিক্লেমের টাকা!


ODD বাংলা ডেস্ক: কোনও ব্যক্তি হাসপাতালে ভর্তি না হলেও মেডিক্লেম ইনস্যুরেন্সের টাকা ক্লেইম করতে পারেন। এছাড়া যদি কোনও ব্যক্তি ২৪ ঘণ্টার কম সময় হাসপাতালে থাকেন তবুও তিনি মেডিক্লেমের টাকা দাবি করতে পারেন। সম্প্রতি ভাদোদরার একটি কনসিউমার ফোরাম একটি ইনস্যুরেন্স ফার্মকে এই নির্দেশ দিয়েছে। বলা হয়েছে আবেদনকারী রমেশচন্দ্র জোশীকে যেন তাঁর ক্লেইমের টাকা দেওয়া হয়।ভাদোদরার ওই কনজিউমার ফোরাম জানিয়েছে, পর্যবেক্ষণে উঠে এসেছে নতুন প্রযুক্তির আবির্ভাবে অনেক সময় খুব কম সময়ে হাসপাতালে রেখে বা হাসপাতালে ভর্তি না করে চিকিৎসা করা হয়। ফলে ফোরামের বক্তব্য, 'যদি রোগীকে হাসপাতালে ভর্তি না করা হয় বা হাসপাতালে ভর্তি করা হলেও 24 ঘণ্টার কম সময় চিকিৎসা করা হলেও বিমা সংস্থা এক্ষেত্রে ক্লেইম প্রত্যাখ্যান করতে পারে না।'   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.