মাঝ আকাশে গুরুতর অসুস্থ যাত্রী, পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের


ODD বাংলা ডেস্ক: আচমকাই পাকিস্তানে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে,  দিল্লি থেকে দোহাগামী বিমানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক বিদেশি যাত্রী। তাঁর চিকিৎসার ব্যবস্থা করতেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। কিন্তু করাচির বিমানবন্দরে অবতরণের পর জানা যায়, বিমান চলাকালীনই মৃত্যু হয়েছে ওই যাত্রীর।জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমান। সোমবার সকাল পৌনে আটটা নাগাদ টেক অফ হওয়ার পরেই অসুস্থ বোধ করেন বিমানে থাকাএক যাত্রী। সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। সেই মতোই পাকিস্তানে বিমান নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.