ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, শীর্ষে এই রাজ্য
ODD বাংলা ডেস্ক: ফের করোনা ভাইরাস নিয়ে জেরবার হয়ে উঠছেন দেশবাসী। কেরলে করোনা সংক্রমণের গ্রাফ দেখলে রীতিমত ভয় পাচ্ছেন সকলে। কারণ সেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা দিনদিন বাড়ছে। কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সাপ্তাহিক কোভিড পজেটিভির হার অনেকটাই বেড়েছে। ১.৪৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৫১ শতাংশ। কেরল ছাড়াও সক্রিয় কেসের সংখ্যা বেড়েছে গুজরাত ও কর্ণাটকে।গুজরাতে পজেটিভির হার ০.০৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২.১৭ শতাংশ। কর্ণাটকেও একই অবস্থা, ১.৬৫ থেকে বেড়ে হয়েছে ৩.০৫ শতাংশ। গ্রাফ বাড়ছে রাজধানী দিল্লির। যেখানে পজেটিভির হার ছিল ০.৫৩ শতাংশ থেকে বেড়ে ৪.২৫ শতাংশ।অক্সিজেন সিলিন্ডার-সহ করোনার সমস্ত প্রয়োজনীয় জিনিস হাসপাতালে মজুত করে করে রাখার পরামর্শ দিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। ১০ ও ১১ এপ্রিল মক ড্রিল করার পরামর্শও দিচ্ছেনও তিনি। তিনি আরও জানিয়েছেন, করোনা ভাইরাস পরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।
Post a Comment