রাষ্ট্রপতির কলকাতা সফরের জেরে বন্ধ একাধিক রাস্তা, কোন পথে চলবে গাড়ি?

ODD বাংলা ডেস্ক: শহরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই কারণে সোমবার সকাল থেকেই কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁর দু'দিনের বঙ্গ সফরের একাধিক কর্মসূচি রয়েছে। সোমবার সকালে কলকাকায় পৌঁছনোর পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যাবেন নেতাজি ভবন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এদিন বিকালে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি থাকবেন রাজভবনে। মঙ্গলবার তিনি যোগ দেবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। তাঁর এই কর্মসূচিগুলির জন্য শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একাধিক ট্রাফিক নিয়ম জারি করা হয়েছে লালবাজারের তরফে। মহানগরের একাধিক রাস্তা সেই সময় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। বদলে ধরতে হবে বিকল্প রাস্তা।লালবাজার জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা দেড়টা পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড এবং এটিএম রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক, এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিটে সোমবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান নিয়ন্ত্রিত হবে। সোমবার বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.