জল-হাওয়ায় মানিয়ে নিতে না পেরেই কি ৬ মাসে মৃত্যু হল নামিবিয়া থেকে আনা চিতার?

ODD বাংলা ডেস্ক: গত ১৭ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই নামিবিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল আট চিতাকে। সাশা নামে এই মহিলা চিতাটিকে অন্যদের সঙ্গেই কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে ফ্রেডি-এল্টনের মতো পুরুষ চিতাগুলি যতটা দ্রুত ভারতের জল হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিল, সাশা ততটা পারেনি। বেশ কয়েকমাস পরেই তাকে বড় এনক্লোজারে ছাড়া হয়। শিকার করতেও অন্যদের থেকে কিছুটা দেরি হয় সাশার। সে সময় কুনোর মুখ্য বন আধিকারিক জে এস চৌহান বলেছিলেনন, "সাশা সম্প্রতি একাধিকবার বমি করে। তার মাথা ঘোরার ভাবও নজরে পড়ে। তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরই বড় এনক্লোজার থেকে সরিয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাকে বেশি করে ফ্লুইড দেওয়া হচ্ছে।"মধ্যপ্রদেশের বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, চলতি বছর জানুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়ে সাশা। চিকিৎসকেরা জানিয়েছিলেন এই চিতাটির শরীরে জলের ঘাটতি জনিত সমস্যা বা ডিহাইড্রেশন দেখা দিয়েছিল। সেই থেকেই কিডনির সমস্যায় ভুগছিল সে। প্রস্রাবও স্বাভাবিক প্রক্রিয়ায় করতে পারছিল না সাশা।মধ্যপ্রদেশের বন দফতর জানিয়েছে, ‘‘দেশের চিতার বংশবৃদ্ধির যে প্রকল্প নেওয়া হয়েছে, সাশার মৃত্যুতে তার বড় ক্ষতি হল।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.