‘জোর করে কয়েকজন নেতাদের নাম বলানোর চেষ্টা হচ্ছে’, বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল

ODD বাংলা ডেস্ক: শহিদ মিনারের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার আগে তাঁর সেই দাবিতেই কার্যত শিলমোহর দিয়ে দেখা গেল নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হওয়া তথা তৃণমূল থেকে বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। এদিন আদালতে প্রবেশের আগে তিনি দাবি করেন, তাঁকে বলপূর্বক নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে এজেন্সি। কিন্তু, আমরা মা মাটি মানুষের আদর্শে বিশ্বাসী। আমরা এই ধরনের ভয়কে পাত্তা দিই না। বুক চওড়া করে চলি। কেন্দ্রীয় এই সংস্থাগুলি আমাদের হেনস্থা করছে। বলপূর্বক আমাদের যত নেতা রয়েছে তাঁদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.