'সাদা রঙের এমন হাগিস পরেছেন কেন?' সেক্সি ফিগারে বিকিনি ছবি পোস্ট করতেই মনামীকে কটাক্ষ নেটিজেনদের
ODD বাংলা ডেস্ক: টলি অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে চর্চা লেগেই রয়েছে। বিদেশের মাটিতেই চলতি বছরের জন্মদিনটা সেলিব্রেট করেছেন মনামী ঘোষ। সেই ঝলক ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন টলি নায়িকা। ব্যাংকক থেকে একের পর এক ছবি ও ভিডিও শেয়ার করে নেটপাড়ায় উত্তাপ বাড়াচ্ছেন মনামী ঘোষ। দিনকয়েক আগেই থাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরেছেন মনামী। তারপর থেকেই বিকিনি ছবি পোস্ট করে রাতারাতি নেটপাড়ার উত্তাপ বাড়িয়ে চলেছেন মনামী। যা দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।
টলি অভিনেত্রী মনামী ঘোষের প্রোফাইলে ঢুঁ মারলেই কখন পাহাড় আবার কখন নীল জলরাশির গভীরে ঘুরে আসতে পারবেন নিমেষে। ঘুরতে যেতে ভীষণই পছন্দ করেন। কাজের ফাঁকে সময় মিলতেই ফ্রেশ অক্সিজেন নিতে এদিক-ওদিক বেরিয়ে পড়েন টলি নায়িকা। এবারও থাইল্যান্ডে সেক্সি ফিগার ফ্লন্টস করে জলের মাঝখানেই কেক কেটেছেন নায়িকা, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সাদা রঙের বিকিনি পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মনামী, যা দেখে তার সেক্সি ফিগারের যেমন প্রশংসা করেছেন তেমনই ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
সাদা রঙের বিকিনির সঙ্গে মাথায় বিনুনি ও চোখে সানগ্লাস পরে সমুদ্রে জলকেলিতে মত্ত মনামী। নীল জলরাশির মাঝখানে একাধিক হট পোজ দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর সেক্সি ফিগারে ভক্তদের কালঘাম ছুটলেও অশ্লীল মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সাদা বিকিনির সঙ্গে হাগিসের তুলনা টেনে কমেন্টে এক নেটিজেন লিখেছেন, এটা পুরো হাগিস তো। সাদা রঙের এমন হাগিস পরেছেন কেন। অনেকে আবার বলে বসেন আপনি কি আপনার ছোটবেলা কে খুব মিস করছেন, তাই কি এই পোশাক পরেছেন। তবে শুধু নেগেটিভই নয় অনেকেই আবার তার ফিটনেসের প্রশংসা করছেন। টলি অভিনেতা অনিন্দ্য মনামীর খুবই কাছের বন্ধু। মনামীর এই উষ্ণ ছবি দেখে অনিন্দ্য মন্তব্য না করে থাকতে পারেননি। তিনি কমেন্টে লিখেছেন- উফফ গরম পড়ে গেছে, যাই এসিটা চালাই। সেক্সি ফিগার ফ্লন্টস করে নিজেকে মেলে ধরেছেন মনামী। কোমরের ভাঁজে শরীরী নেশায় বুঁদ হয়েছেন ভক্তরা। যত দিন যাচ্ছে অভিনেত্রীর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। অভিনেত্রীর উষ্ণতায় পুড়ে ছাই নেটিজেনরা। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা । অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী।
Post a Comment