রিঠা ও শিকাকাই দিয়ে তৈরি করুন এই বিশেষ শ্যাম্পু, দূর হবে চুলের যাবতীয় সমস্যা
ODD বাংলা ডেস্ক: চুল নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। খুশকি, ডগা চেরা থেকে শুরু করে অকালপক্কতার মতো সমস্যা কম-বেশি ভুক্তভোগী অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মোটা টাকা খরচ করে পার্লার ট্রিটমেন্ট করান। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন। আজ চুলের যত্নের রইল বিশেষ টোটকা। চুলের যত্ন নিতে এবার ব্যবহার করুন রিঠা। রিঠা ও শিকাকাই দিয়ে তৈরি করুন বিশেষ শ্যাম্পু।
একটি পাত্রে জল নিন। এবার তাতে এক মুঠো রিঠা দিন। এবার দিন কয়েকটি শিকাকাই। ভালো করে ফোটান। রিঠা ও শিকাকাই নরম হয়ে গেলে গ্যান বন্ধ করে দিন। এবার তা একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। শিসাকাই ও রিঠা থেকে বীজ বের করে ছেঁকে নিন। এবার তা শ্যাম্পুর বোতলে ঢেলে দিন। এক সপ্তাহ ধরে ব্যবহার করতে পারেন এই শ্যাম্পু। সপ্তাহে অন্তত তিন দিন এই শ্যাম্পু ব্যবহারে মিলবে উপকার।
তেমনই অল্প সময়ের মধ্যে শ্যাম্পু বানাতে চাইলে রাতে একটি পাত্রে জল নিন। তাতে রিঠা ও শিকাকাই ভিজিয়ে রাখুন। সকালে বীজ বের করে দিন। ভালো করে চটকে নিন। শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন।
তেমনই রিঠা দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। রিঠা ও নারকেল তেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে জল নিন। তাতে রিঠা ডুবিয়ে রাখুন। সকালে তা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে চুল হবে সিল্ক। তেমনই চুল নরম হবে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
রিঠা ও হেনা দিয়ে প্যাক বানান। একটি পাত্রে জল নিন। তাতে রিঠা ডুবিয়ে রাখুন। সকালে তা ভালো করে চটকে নিন। এর সঙ্গে মেশান হেনা। রিঠে ভেজানো জল না ফেলে তা এ প্যাকে ঢালুন। এবার ব্রাশে করে চুলে লাগান। তারপর শ্যাম্পু চুল ধুয়ে নিন। মিলবে উপকার। চুলে কালো রঙ করতে এই পদ্ধতি মেনে চলতে পারেন। এতে অকালপক্কতার সমস্যা দূর হয়। সঙ্গের এরই সঙ্গে রিঠা ও শিকাকাই দিয়ে তৈরি করুন এই বিশেষ শ্যাম্পু, দূর হবে চুলের যাবতীয় সমস্যা।
Post a Comment