জোড়া অস্কার জয়ে মুগ্ধ, RRR ও 'দ্য এলিফ্যান্ট হুইসপারারস-কে শুভেচ্ছা মোদীর

ODD বাংলা ডেস্ক: লস অ্যাঞ্জলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অস্কারের মঞ্চে ভারতের উপস্থাপক হিসাবে ছিলেন বলি ডিভা দীপিকা পাডুকোন। এটি নিঃসন্দেহে ভারতের গর্ব। সেই সঙ্গে দুটি ভারতীয় ছবি আলাদা বিভাগে বলিউডের সর্বোচ্চ সম্মান অস্কারে সম্মানিত। সব মিলিয়ে ২০২৩-এর অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার এসেছে 'দ্য এলিফ্যান্ট হুইসপারারস'-এর ঝুলিতে। আর সেরা মৌলিক গানের জন্য অস্কারের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল আরআরআর ছবির নাটু নাটু গানটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে দুটি ভারতীয় ছবির জয়কে শুভেচ্ছা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.