মেয়ের বিদায় বেলায় ভুলেও দেবেন না এই ৭ জিনিস, শুরুতেই নষ্ট হবে তাঁদের সুখের সংসার!
ODD বাংলা ডেস্ক: প্রতিটি মা-বাবাই চান যে বিয়ের পর তাঁদের মেয়ে সুখে সংসার করতে পারে। শ্বশুরবাড়িতে স্বামী তাঁদের মেয়ের যত্ন নিক, ভাই-বোনের মতো দেওর-ননদ এবং বাবা-মায়ের মতো শ্বশুর-শাশুড়ি পাক। বিয়ের সময় মেয়েকে একাধিক উপহার দিয়ে থাকেন তাঁর মা-বাবা। নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী প্রতিটি মা-বাবাই মেয়ে-জামাইকে উপহারে ভরিয়ে দিতে চায়। কিন্তু আপনারা কী জানেন এমন কিছু জিনিস আছে যা বিয়ের সময় মেয়ের সঙ্গে শ্বশুরবাড়ি পাঠানো উচিত নয়? শাস্ত্র মতে এই উপহারগুলি কখনও মেয়েকে দেবেন না, তা না-হলে তাঁদের জীবনে নানান সমস্যা দেখা দিতে শুরু করবে। মেয়ের বিদায়ের সময় তাঁকে কী কী দেবেন না, তা জেনে নিন এখানে।
১. আচার
মেয়ের বিদায়ের সময়ে তাঁকে কখনও আচার দেবেন না। কারণ এর ফলে তাঁদের জীবন তিক্ততায় ভরে উঠতে পারে। আচার স্বাদে টক, তাই কখনও মেয়েকে দেবেন না। তবে মেয়েকে নিজের হাতের তৈরি আচার দেওয়ার ইচ্ছা থাকলে, বাজার থেকে জিনিস কিনে তাঁর বাড়ি নিয়ে গিয়ে সেখানেই বানিয়ে দিন।
২. ঝাঁটা
মনে করা হয় যে ঝাঁটায় স্বয়ং লক্ষ্মীর বাস। কিন্তু মেয়ের বিদায়ের সময়ে কখনও তাঁকে ঝাঁটা দেবেন না। প্রচলিত ধারণা অনুযায়ী এমন করলে মেয়ের পরিবার ও সংসার কখনও সুখের হয় না। তাঁদের জীবনে দুঃখের আনাগোনা লেগেই থাকে। তাই বিয়ের পর মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, তখন তাঁকে ঝাঁটা দিতে নেই।
৩. সূঁচ বা ধারযুক্ত সামগ্রী
শাস্ত্র মতে মেয়ের বিদায়ের সময়ে তাঁকে কখনও সূঁচ দিতে নেই। কথিত আছে যে বোন বা মেয়ের বিদায়ের সময়ে সূঁচ দিলে সম্পর্কে মাধুর্য শেষ হয় ও তিক্ততা আসে। সূঁচের পাশাপাশি কোনও ধারযুক্ত জিনিসও মেয়েকে বিয়েতে উপহার দেবেন না।
৪. চালুনি
বিয়ের পর মেয়ের বিদায়ের সময়ে তাঁকে ভুলেও চালুনি দেবেন না। শাস্ত্র মতে মেয়েকে আটার চালুনি উপহারে দিলে তাঁদের সুখী জীবন প্রভাবিত হয়। তাই ভুলেও কখনও আটা চালার চালুনি তাঁদের দেবেন না।
৫. লঙ্কা
মেয়ের বিয়ের সময় বাপের বাড়ি থেকে অন্ন-শস্য, মশলা ইত্যাদি দিয়ে থাকেন অনেকে। এই সামগ্রীর মধ্যে ভুলেও লঙ্কা যেন না-থাকে। তা না-হলে মেয়ের জীবন সমস্যা ও তিক্ততায় ভরে উঠতে পারে। মনে করা হয় লঙ্কা দিলে সম্পর্কের সূচনা থেকেই তাতে সংঘাত বাঁধে। লঙ্কার পরিবর্তে ফল, শুকনো ফল দিতে পারেন।
৬. গ্যাস ওভেন
অনেকে নিজের মেয়েকে ঘর-গেরস্থালির জিনিস দিয়ে তাঁদের বিদায় জানান। এই সামগ্রীর মধ্যে তাঁরা গ্যাস ওভেন বা উনুনও সঙ্গে দেন। এই উপহার কখনও দেবেন না। কারণ এর মাধ্যমে এমন বার্তা পৌঁছবে যে আপনি বিয়ের পরই মেয়েকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে পৃথক হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন।
৭. নুন
আচার, লঙ্কার পাশাপাশি মেয়েকে বিয়েতে নুনও দেবেন না। মনে করা হয় এর ফলে আপনি মেয়েকে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করা থেকে বিরত রাখার চেষ্টা করছেন। তাই কখনও নুন দেবেন না। এর মধ্যে মিষ্টি বস্তু উপহার দিন।
Post a Comment