চাঁদে নামছে Nokia! হাই স্পিডে পৃথিবীতে আসবে সব ডেটা

ODD বাংলা ডেস্ক:পৃথিবীর গণ্ডি পেরিয়ে চাঁদে যাওয়ার পরিকল্পনা বিশ্ব বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড এইচএমডি গ্লোবাল তথা নোকিয়া'র। 2023 সালের শেষ নাগাদ চাঁদের জমিতে 4G নেটওয়ার্ক বসাতে চলেছে নোকিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। সংস্থার উদ্দেশ্য, এই চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের মাধ্যমে চাঁদে থাকা অচেনা পদার্থ আবিষ্কার এবং মহাকাশচারীদের সাহায্য করা।চাঁদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মার্কিন সংস্থা স্পেসএক্স এর সাহায্য নিতে চলেছে নোকিয়া। আগামী কয়েক মাসের মধ্যেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানা যাচ্ছে। এই মিশনে নোকিয়া ব্যবহার করতে চলেছে অ্যান্টেনা বেস স্টেশন যা নোভার সি লুনার ল্যান্ডারে সংরক্ষিত থাকবে। এর সঙ্গে থাকবে একটি সৌর চালিত রোভার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.