এই ফল দিয়ে সহজে ফেসিয়াল করুন
ODD বাংলা ডেস্ক: বাজারে এখন পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণে ভরপুর এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা ত্বকের অনেক সমস্যা দূরে রাখে। বিশেষজ্ঞরা বলেন, ফ্রেকল, দাগ, বলিরেখা এবং নিস্তেজ ত্বকের সমস্যাও পেঁপে দিয়ে দূর করা যায়।
ত্বকের যত্নে পেঁপের কোনো তুলনা হয় না। এই ঘরোয়া উপাদান দিয়ে সহজে একটি ফেসিয়াল করলে মুখে আসে উজ্জ্বলতা। আসুন জেনে নেয়া যাক কীভাবে সহজে এই ফেসিয়ালটি করবেন।
>> পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে এক চামচ পেঁপের পেস্ট নিতে হবে। এরপর এতে দুই চামচ কাঁচা দুধ দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এরপর এই পেস্ট হাতে নিয়ে মুখে দুই থেকে তিন মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ক্লিনজারটি মুখের ছিদ্র, হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস, ব্রণ এবং মুখের ময়লা দূর করতে কাজ করে।
>> পেঁপে স্ক্রাব তৈরি করতে এক চামচ পেঁপের পাল্প নিয়ে তাতে এক চামচ চালের আটা মেশাতে হবে। এই স্ক্রাবটি আপনার আঙ্গুলে নিয়ে হালকা হাতে মুখে ঘষে পরিষ্কার করে নিলে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ত্বকের মৃত কোষ দূর করার পাশাপাশি এই স্ক্রাব ত্বকের অতিরিক্ত তেলও দূর করে।
>> ফেসিয়ালের তৃতীয় ধাপে মুখে ম্যাসাজ করতে হয়। মুখে ম্যাসাজ করার জন্য পেঁপে থেকে ক্রিম তৈরি করে লাগাতে পারেন। এর জন্য আপনার দরকার হবে মাত্র দুইটি উপাদান। প্রথম উপাদান হচ্ছে পেঁপে এবং দ্বিতীয় উপাদান হচ্ছে অ্যালোভেরা জেল। দুইটা জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে। এই ক্রিম হালকা হাতে মুখে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।
Post a Comment