নতুন বাড়ি বা গাড়ি কিনতে চান? কোন দিনে কী কিনলে শুভ, আর কোন দিনে নয়, জানুন

 


ODD বাংলা ডেস্ক: নানান শুভ কর্মের জন্য জ্যোতিষ শাস্ত্রে দিন নির্দিষ্ট করা রয়েছে। ধর্মীয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে, নির্দিষ্ট দিন মেনে কোনও শুভ কার্য করা হলে, সেই কাজে লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। অন্যদিকে বার অনুযায়ী নিষিদ্ধ কর্ম থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। সপ্তাহের সাতদিন কী কী করবেন, তা জেনে নিন।


সোমবার

সৌম্য চন্দ্র এই দিনের অধিপতি গ্রহ। বিবাহ, নামকরণ, গৃহ নির্মাণ, স্কুলে ভরতির জন্য এই দিনটি শুভ। আবার শিল্প কর্ম, মেডিক্যাল শিক্ষা, আভুষণ ধারণ করা, তেল লাগানো, নতুন জুতো পরা, সুগন্ধী বস্তুর ক্রয় বিক্রয়, কৃষি, শঙ্খ, মুক্তো, ডেয়ারির কাজ সোমবার করলে শুভ ফল পাওয়া যায়। এদিন যে শিশু জন্মগ্রহণ করে, তারা সজ্জন ব্যক্তি হয়। সোমবারের দিনে দক্ষিণ দিকের যাত্রা করলে সাফল্য নিশ্চিত।


মঙ্গলবার

সেনাপতি মঙ্গল এদিনের অধিপতি গ্রহ। শুভ ও অশুভ—উভয় ধরণের প্রভাব পাওয়া যায় এদিন। কিছু কাজের জন্য মঙ্গলবার শুভ, আবার কিছু কাজ এদিন করলে তা অশুভ ফল প্রদান করতে পারে। জ্যোতিষ অনুযায়ী, মঙ্গলবার ভুলেও ঋণ নেওয়া বা দেওয়া উচিত নয়। এদিন বাড়ি কেনা-বেচা, জামাকাপড় কেনা বা দরজির কাছে সেলাই করতে দেয়া অনুচিত। আবার প্রশাসনিক কাজ শুরু করা, গোয়েন্দাগিরি, যুদ্ধনীতি, পরাক্রমী কাজের জন্য মঙ্গলবার শুভ। এদিন চাকরির জন্য চেষ্টা করা যেতে পারে। এদিন জন্মগ্রহণকারী জাতক রাগী স্বভাবের হন। মঙ্গলবার কোনও কাজের কারণে পূর্ব ও দক্ষিণ দিকে যাত্রা করলে তাতে কোনও বাধা উৎপন্ন হয় না।


বুধবার

গ্রহের যুবরাজ বুধ এই দিনের অধিপতি। এটি শুভ বার। এদিন পূর্ব ও পশ্চিম দিকে যাত্রা করলে কোনও সমস্যা উৎপন্ন হয় না। এ ছাড়াও, গৃহ প্রবেশ, জমি চাষ করা, শিল্প কর্ম, গৃহ নির্মাণ, ব্যাঙ্কের কাজ, পড়াশোনা শুরু করা ও নতুন কাপড় পরার জন্য বুধবার শুভ। এদিন শিক্ষার সঙ্গে জড়িত যে কোনও বস্তু, যেমন- খাতা, পেনসিল, কলম, দোয়াত ইত্যাদি ক্রয় শুভ মনে করা হয়। যে জাতক বুধবার জন্মগ্রহণ করেন, তাঁরা ধার্মিক মনোভাবাপন্ন হয়ে থাকেন।


বৃহস্পতিবার

এই দিনটির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। সমস্ত কাজের জন্য এই দিনটিকে শুভ মনে করা হয়। এদিন কোনও কাজ শুরু করলে তা সফল হয়। ধর্ম, অনুষ্ঠান, ন্যায় সংক্রান্ত কাজ বুধবার করলে শুভ ফল লাভ করা যায়। কোনও বাচ্চার স্কুলে যাওয়ার সময় হলে, বৃহস্পতিবার তাদের প্রথম বার স্কুলে পাঠানো উচিত। আবার গৃহশান্তি, প্রথমবার গাড়ি চালানোর জন্য দিনটি শুভ। এমনকি এদিন যে কোনও দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করা যায়। এদিন যে ব্যক্তি জন্মগ্রহণ করেন, তারা গুণী, ধর্মীয় রুচি সম্পন্ন এবং তেজস্বী হয়ে থাকেন।


শুক্রবার

শুক্র এদিনের অধিপতি। শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তি রসিক স্বভাবের হওয়ার কারণে বিলাসিতাপূর্ণ জীবন যাপন করতে ভালোবাসেন। নতুন ভালোবাসা ও বন্ধুত্বের সূচনা এদিন করা উচিত। নতুন কাজ শুরু, নাটক, ফিল্ম, সঙ্গীত থিয়েটারের সঙ্গে জড়িত কাজ এদিন করা শুভ। শুক্রবার সূর্যাস্তের পর কোনও যাত্রা করলে তাতে সাফল্য লাভ করা যায়। এমনকি সন্ধেবেলা কোনও কাজ শুরু করলেও তা সফল হয়।


শনিবার

কর্মফলদাতা শনি এদিনের অধিপতি। শনিবারকে অশুভ বার মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, এদিন কোনও কাজ শুরু করলে, তা অসম্পূর্ণ থেকে যায় বা কোনও কারণে বাধাপ্রাপ্ত হয়। শনিবার নতুন বস্ত্র পরা বা সেলাই করতে দেওয়াও শুভ নয়। তবে লোহা, ধাতু, মেশিনারির সঙ্গে জড়িত কাজ করা, কোনও মামলায় সাক্ষ্য দেওয়া, বিবাদের সমাধান, আইনি কাজ, গাড়ি কেনা ইত্যাদি কাজ করলে শুভ ফল লাভ করা যায়। এদিন কোনও কারণে যাত্রা করলে, তাতে সাফল্য লাভের সম্ভাবনা কম। শনিবার জন্মগ্রহণ করে থাকলে, সেই ব্যক্তির স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।


রবিবার

তেজস্বী সূর্য এই বারের অধিপতি। সমস্ত ধরণের কাজের জন্য এই দিন শুভ। রবিবার গাড়ি, অস্ত্র-শস্ত্র, যে কোনও ধরণের ধাতু বা পশু কিনতে পারেন। যজ্ঞ, পুজো করা শুভ। রবিবার যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁরা ভাগ্যবান হন। এদিন পূর্ব দিকের যাত্রায় নিশ্চিত সাফল্য লাভ সম্ভব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.