ফের চোখ রাঙাচ্ছে করোনা, ৯৯তম 'মন কি বাত' থেকে বিশেষ সতর্কবার্তা মোদীর
ODD বাংলা ডেস্ক: 'মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীদের রমজান-সহ নানা উৎসবের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মনে করিয়ে দিলেন কোভিড অতিমারি নিয়ে সতর্ক থাকার কথা। দেশে করোনার উপদ্রব ফের বাড়ছে। এমন সময়ে সকলে যেন যথাযথ নিয়ম মেনে সুস্থ থাকেন, 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার সে কথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁকে বলতে শোনা যায়, "উৎসব পালন করুন। কিন্তু সব সময়ে সাবধানতা অবলম্বন করুন।" প্রসঙ্গত,ফের বাড়ছে করোনা। গত দু'বছরের তুলনায় মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক কমেছে। মাস্ক পরা শিকেয় উঠেছে। ফের ভিড় জমেছে দোকানে-বাজারে। সামাজিক দূরত্ব এখন অতীত। তবে এ সবের মাঝে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে ফের আশঙ্কায় পড়েছেন চিকিৎসকরা।
Post a Comment