মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, রাহুল গান্ধিকে ২ বছরের জেলের সাজা আদালতের!

ODD বাংলা ডেস্ক: রাহুল গান্ধীকে ২ বছরের জেলের সাজা গুজরাতের সুরাটের একটি আদালতের। মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন বলে অভিযোগ। আইন অনুযায়ী কোন ব্যক্তি দু'বছর বা তার বেশি সময়ের জন্য সাজা প্রাপ্ত হলে ওই ব্যক্তির সাংসদ অথবা বিধায়ক পদ তৎক্ষণাৎ খারিজ হয়ে যায়। আগামী ছয় বছর তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবেন না। রাহুল গান্ধীর ক্ষেত্রে সুরাট জেলা আদালত তাঁকে দু বছরের সাজা ঘোষণা করলেও উচ্চ আদালতে আবেদন করার জন্য ৩০ দিন সময় দিয়েছে। সেই সঙ্গে আদালত এ বিষয়ে জামিনও দিয়েছে তাঁকে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাহুল গান্ধি বলেছিলেন, "কী করে সব চোর মোদি পদবী থেকেই আসে?"। রাহুল গান্ধীর এই মন্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়। এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেন বিজেপি সাংসদ এবং গুজরাতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.