ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

ODD বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। মাঝেমধ্যেই আবার মেঘের চাদর সরিয়ে উঁকি মারছে সূর্য। রয়েছে গুমোট ভাবও। তবে এই অস্বস্তি ভাব থেকে খানিকটা রেহাই পেতে পারেন শহরবাসী। ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.