ঠিক এই কারণেই পরস্ত্রীর প্রতি আসক্ত হন বিবাহিত পুরুষ! জানাচ্ছেন চাণক্য
ODD বাংলা ডেস্ক: নিজের নীতিশাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পরিবার, সমাজের বিষয়ে একাধিক নিয়মের উল্লেখ করেছেন আচার্য চাণক্য। বর্তমান সময়েও চাণক্যের এই নিয়ম নীতিগুলি প্রাসঙ্গিকতা হারায়নি। তবে চাণক্যের নীতি মেনে চলা অত্যন্ত কঠোর। কিন্তু এই নীতি মানলে জীবন সুখী হবেই। তাই সুখী জীবনের জন্য স্বামী ও স্ত্রীর কেমন হওয়া উচিত, তা-ও জানিয়েছেন আচার্য। কিন্তু অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। নানান সমস্যার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা দেখা যায়। পরে এই তিক্ততাই স্বামীকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাওয়ার পথ প্রশস্ত করে দেয়। চাণক্য জানিয়েছেন যে কিছু কিছু কারণে বিবাহিত পুরুষরা পরস্ত্রীর কাছে যান। কেন দ্বিতীয় স্ত্রীর প্রতি আসক্ত হন বিবাহিত পুরুষ? জেনে নেওয়া যাক।
বাণীতে মাধুর্যের অভাব থাকলে
চাণক্য অনুযায়ী, দাম্পত্য সম্পর্ক যত পুরনো হয়, তাতে ধীরে ধীরে ততই তিক্ততা দেখা দিতে শুরু করে। এমনকি স্বামী-স্ত্রীর বাণীতেও মাধুর্যের অভাব দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্ত্রী-পুরুষ নির্বিশেষে বাড়ির বাইরে ভালোবাসার খোঁজে বের হন। তার পর থেকেই দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হয়। স্ত্রীর বাণীতে মাধুর্যের অভাব দেখা দিলে স্বামী বিমুখ হতে শুরু করে। তখন তাঁরা দ্বিতীয় স্ত্রীর কাছে ভালোবাসার সন্ধানে পৌঁছন।
আকর্ষণের অভাব
সদ্য বিয়ে হওয়ার পর স্বামী-স্ত্রী উভয়েই একে অপরের যত্ন নিতে কোনও ত্রুটি করেন না। ভালোবাসায় মুড়িয়ে রাখেন পরস্পরকে। কিন্তু ধীরে ধীরে এই রঙও ফিকে হতে শুরু করে। তখন স্বামী-স্ত্রী একে অপরের প্রতি মনোনিবেশ না-করলে বা যত্ন না-নিলে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। ক্রমশ একে অপরের দোষ-ত্রুটি দেখাতে শুরু করেন তাঁরা। এমন সম্পর্ক তৈরি হলে বিবাহিত পুরুষ পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন।
বিশ্বাসের অভাব
দাম্পত্য জীবনের সবচেয়ে শক্তি হল বিশ্বস্ততা। একবার বিশ্বস্ততা ভাঙলে তা পুনরায় গড়ে উঠতে পারে না। স্বামী বিশ্বাস ভাঙলে যেমন স্ত্রী কষ্ট পান, তেমনই স্ত্রীরা সম্পর্ক ভাঙলে স্বামীও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না-গেলে সম্পর্কে চির ধরে যায়। তখন পুরুষরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
সন্তানের দায়িত্ব
চাণক্য বলেছেন যে, সন্তান হওয়ার পর অনেক সময় স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিবর্তন দেখা দিতে শুরু করে। স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে সময় কাটাতে পারেন না। এমন পরিস্থিতিতে চঞ্চল স্বভাবের পুরুষরা পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাঁরা ক্রমশ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
Post a Comment