দু’দিনের ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী, ভোল বদল রেড রোডের, তৈরি শহিদ মিনারও
ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার সিঙ্গুরের রতনপুর থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার পালা ধর্না কর্মসূচির। বুধবার দুপুরে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে দু’দিনের ধর্না কর্মসূচিতে বসবেন মুখ্যমন্ত্রী। একই দিনে শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের ডাকে এক সভায় বক্তৃতা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও সভা মঞ্চ তৈরির কাজ চলছে সমান তালে।মঙ্গলবার সারা দিনরাত রোডে চলেছে মঞ্চ তৈরির কাজ। পূর্ত দফতরের তরফে এই মঞ্চ তৈরির কাজ হয়েছে দিনভর। মঙ্গলবার রাতের মধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে। এই ধর্না কর্মসূচির প্রস্তুতি ঘিরে বদলে গিয়েছে রেড রোডের চেহারা। দলনেত্রীর ধর্না মঞ্চ তৈরির কাজ কেমন চলছে তা ঘুরে দেখে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
Post a Comment