সমলিঙ্গের বিয়ে কি বৈধ হবে ভারতে? পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে গেল মামলা
ODD বাংলা ডেস্ক: দেশে সমলিঙ্গের বিবাহে আইনি বৈধতা কি মিলবে? এই সংক্রান্ত মামলা এ বার ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী ১৮ এপ্রিল ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি হবে। সোমবার এই মামলার বিষয়টিকে আদালত ‘মৌলিক গুরুত্বের’ বিষয় বলে উল্লেখ করেছে। ভারতে সমলিঙ্গের বিবাহে আইনি স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদনপত্র জমা পড়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিল আদালত। সম্প্রতি কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে সমলিঙ্গের বিবাহ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে কেন্দ্র। তার পরই এই মামলা ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত বলেছে, এই নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হবে, তা সমাজে একটা বিরাট প্রভাব ফেলবে।
Post a Comment