চক্রান্ত করে খুন করা হয়েছে সতীশ কৌশিককে? মুখ খুললেন অভিনেতার স্ত্রী
ODD বাংলা ডেস্ক: 'সতীশ কৌশিককে খুন করা হয়েছে', সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন ব্যবসায়ী বিকাশ মালুর প্রাক্তন স্ত্রী সানভি। তাঁর দাবি অনুযায়ী, ১৫ কোটি টাকাকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছিল তাঁর স্বামী এবং সতীশ কৌশিকের মধ্যে। ওই টাকা নাকি সতীশ ধার দিয়েছিলেন বিকাশকে। কিন্তু, ঝামেলার পর টাকা ফেরত চান তিনি। মহিলার অভিযোগ, এই কারণেই নাকি বিকাশ খুন করেছেন তাঁকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সতীশের স্ত্রী শশী।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শশী বিকাশের স্ত্রীর যাবতীয় দাবি খারিজ করে দেন। তিনি জানান, তাঁর স্বামী কারওকে ১৫ কোটি টাকা ধার দেননি। তাঁর কথায়, 'সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ওই মহিলা।' তাঁর সংযোজন, 'আমার স্বামী জারি সঙ্গে কোনও বিবাদে জড়াননি। উনি একেবারে ভুয়ো দাবি করছেন। সতীশজির পোস্ট মর্টেম রিপোর্ট মোতাবেক ওর হার্টে ৯৮ শতাংশ ব্লকেজ ছিল।'
Post a Comment