রমজানের শুরুতেই সৌদিতে ভয়াবহ দুর্ঘটনা, মক্কা যাওয়ার পথে মৃত ২০
ODD বাংলা ডেস্ক: রমজান মাসের শুরুতেই সৌদি আরবে ভয়াবহ দুর্ঘটনা। আসির নামে একটি শহরের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন তীর্থযাত্রীর। আহত হয়েছে আরও ২৯ জন। জানা গিয়েছে, তাঁরা সকলেই উমরাহের অর্থাৎ রমজানের মাসের পবিত্র তীর্থের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মক্কা যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম আল এখবারিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার তীর্থযাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বাস। আসির শহরের কাছে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে একটি ব্রিজে ধাক্কা মারে বাসটি। তারপর পালটি খেয়ে যায় এবং আগুন ধরে যায় বাসটিতে। প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, চোখের নিমেষে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় তীর্থযাত্রী বোঝাই বাসটিকে। জানা গিয়েছে, ব্রেক ফেল হওয়ার জেরেই বাসটি এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
Post a Comment