এলাহাবাদ হাই কোর্ট চত্বর থেকে সরাতে হবে মসজিদ, নির্দেশ সুপ্রিম কোর্টের

ODD বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের এলাহাবাদ হাই কোর্ট চত্বর থেকে সরিয়ে দিতে হবে মসজিদ। মঙ্গলবারই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ওয়াকফ বোর্ডকে ‘মসদিজ হাই কোর্ট’ নামের ওই মসজিদটি অন্যত্র সরিয়ে দিতে উত্তরপ্রদেশ সরকারের কাছে জমি চাওয়ার আবেদন করতে বলল শীর্ষ আদালত। উল্লেখ্য, ২০১৭ সালে একই নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে জমা পড়েছিল পিটিশন। কিন্তু মঙ্গলবার খারিজ হয়ে গেল সেই পিটিশন।২০১৭ সালের নভেম্বরে এলাহাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩ মাসের মধ্যে ভেঙে দিতে হবে ওই মসজিদ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওয়াকফ মসজিদ হাই কোর্ট ও উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ জানিয়ে দেয় ওই জমিটি লিজ নেওয়া রয়েছে। সুতরাং সেটাকে অধিকারের বিষয় বলে দাবি করা যায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.