সেবায়েতদের আপত্তি! রীর মন্দিরের বন্ধ হল ইঁদুর মারার যন্ত্র ব্যবহার


ODD বাংলা ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে উপদ্রব চলছিল ইঁদুর আর আরশোলার। ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তির আশপাশ দিয়ে ছুটে বেড়াতে দেখা যায় তাদের। কখনও আবার রত্ন সিংহাসনের নীচে ঘাপটি মেরে লুকিয়েও বসে থাকে এরা। কীটপতঙ্গের উৎপাতে প্রাণ ওষ্টাগত হয়ে ওঠে সেবায়েতদের। তা সত্ত্বেও ইঁদুর মারার যন্ত্র ব্যবহার করতে নারাজ কর্তৃপক্ষ। সেবায়েতদের দাবি, "ইঁদুর ধরার যন্ত্রের শব্দে ঘুম ভেঙে যাবে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার।"পুরীর মন্দিরের ইঁদুর-আরশোলার উৎপাতের কথা জানতে পেরে এক ভক্ত মন্দির কমিটিকে এই যন্ত্র দান করেছিলেন। কিন্তু, মন্দিরের গর্ভগৃহে এই যন্ত্র ইনস্টলেশন নিয়ে নাক সিঁটকাচ্ছে কর্তৃপক্ষ। সেবায়েতদের বক্তব্য, এই ইঁদুর ধরার যন্ত্র থেকে যে শব্দ বের হয়, তাতে ঘুমের ব্যাঘাত ঘটবে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। গর্ভগৃহের অন্দরে সম্পূর্ণ অন্ধকারে এবং নিঃশ্বদে নিদ্রামগ্ন হন ভগবানেরা। নিদ্রার সময় বন্ধ করে দেওয়া হয় সমস্ত দরজা। গর্ভগৃহের অন্দরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.