পায়ে ক্যামেরা বেঁধে পুরীর উপকূলে হাজির স্পাই পায়রা!

ODD বাংলা ডেস্ক: পুরীর কোনারক এলাকার রামচণ্ডী সৈকতের কাছে সারথি নামের একটি মাছ ধরার ট্রলারে এসে বসেছিল একটি সাদা পায়রা। ট্রলারে মালিক যে মাছ ব্যবসায়ী, তিনিই পায়রাটি প্রথম দেখেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পায়রাটির গায়ে লাল এবং নীল কালিতে সাঙ্কেতিক বার্তা লেখা ছিল। সেই সাঙ্কেতিক বার্তার ভাষা বুঝতে পারলেও তার পাঠোদ্ধার করতে পারেননি তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মৎস্যজীবী বলেন, ‘‘লাল কালিতে চিনা ভাষায় এবং নীল রঙে উর্দুতে কিছু লেখা ছিল পায়রাটির গায়ে। কিন্তু কী লেখা ছিল তা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না।’’বুধবার পায়রাটি হাতে পাওয়ার পর তার পায়ে বাঁধা ক্যামেরা পরীক্ষা করে মেরিন পুলিশ। তারা জানিয়েছে, ওই ক্যামেরাটি একটি জিপিএস যন্ত্রও। কোথা থেকে কারা ওই পায়রাটি কী উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.