রোদে পোড়া পায়ের দাগ তুলতে

 


ODD বাংলা ডেস্ক: সারাদিন রোদে স্যান্ডেল পায়ে হাঁটাহাঁটির পর বাড়ি ফেরা। পায়ের ওপর একগাদা ধুলো জমে আছে। জুতো খোলার পর দেখা গেলো স্যান্ডেলের গ্রিপের যেটুকু অংশ পায়ের ত্বক আড়াল করে রেখেছিল সেই অংশটি বাদে বাকি অংশে পোড়া দাগ। দেখেই মেজাজ খারাপ হতে পারে আবার অনেকের মন। সেক্ষেত্রে করণীয় কি আছে? সেটাই জানাচ্ছি। মনোযোগ দিয়ে দেখুন। 


আপনি একটি ঘরোয়া প্যাক বানিয়ে নিতে পারেন। প্যাকটি বানানো সহজ। এজন্য আপনার প্রয়োজন হবে ১ চা চামচ কাঁচা হলুদ, ১ টেবিল চামচ মসুর ডাল অথবা বেসন, ১ টেবিল চামচ টকদই, ১ চা চামচ পাতিলেবুর রস এবং ১ চা চামচ মধু।


একটি বাটিতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। স্নানের আগে পায়ের পাতায় প্যাকটি ভালোভাবে মাখিয়ে নিন। অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন যেন প্যাক পুরোপুরি শুকিয়ে না যায়। অর্ধেক শুকোনোর পরই স্নানে চলে যান। কয়েকদিন ব্যবহারে দৃশ্যমান পরিবর্তন নজরে পড়বে। তারপর নিয়মিত বাইরে ঘুরোঘুরি করুন কিন্তু সানস্ক্রিন মাখতে ভুল করবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.