শিশুদের ভয় কাটাবে ‘টেডি বিয়ার হাসপাতাল’

 


ODD বাংলা ডেস্ক: টেডি বিয়ার পছন্দ করে না, এমন শিশু খুঁজে পাওয়া যাবে না। শিশুরা টেডি বিয়ারকে আদর করে, যত্ন করে, সাজাই, এর সঙ্গে গল্প করে। শিশুর আনন্দের অনেক বড় অংশ হয়ে যায় একটি টেডি বিয়ার। শিশুরা অনেক সময় টেডি বিয়ারের চিকিৎসা করানোর উদ্যেগও নেয়। নিজে নিজে ডাক্তার সেজে টেডি বিয়ারকে চিকিৎসা করতেও দেখা যায়। 

এবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ব্যতিক্রমী চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে যেখানে শিশুরা তাদের টেডি বিয়ারকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসতে পারে। মূলত হাসপাতাল এবং ডাক্তার  সম্পর্কে শিশুদের ভয় দূর করতেই এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এই হাসপাতালে চার থেকে সাত বছর বয়সী শিশুরা তাদের টেডির চিকিৎসা করতে আসে।


ডাক্তারের উপস্থিতিতেই শিশুরাই টেডি বিয়ারের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। ইনজেকশন, অপারেশন, এক্স-রে সহ সব ধরনের চিকিৎসা করা হয়। এই চিকিৎসা কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা জানাচ্ছেন, এটি চিকিৎসকদের প্রতি শিশুদের ভয় কমাতে সাহায্য করে। এতে তারা চিকিৎসকদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে শেখে।


উল্লেখ্য, জার্মানিতে টেডি বিয়ার ক্লিনিকের এই ধারণাটি প্রথম চালু হয়েছিল। পরবর্তীতে ২০১২ থেকে বেলজিয়ামের বেশ কয়েকটি মেডিকেল কলেজ আকর্ষণীয় ও বৈচিত্র্যময় প্রোগ্রাম শুরু করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.