উধাও স্বস্তি, ফের ফিরল গ্রীষ্মের দাবদাহ!


ODD বাংলা ডেস্ক: চৈত্রের কালবৈশাখীর আপাতত বিদায়। নতুন করে আর কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে গোটা বঙ্গেই। বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের ফিরতে চলেছে অস্বস্তিকর গরম। বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আরও কয়েকদিন। এদিকে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া বদলাতে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গজুড়ে। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী কয়েকদিনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.