অনলাইনে ছ’টি তোয়ালে কিনে ৮ লক্ষ ৩০ হাজার টাকা খোয়ালেন বৃদ্ধা!

ODD বাংলা ডেস্ক: অনলাইনে ছ’টি তোয়ালে কিনেছিলেন বৃদ্ধা। ১,১৬৯ টাকা দাম ছিল। যদিও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৯,০০৫ টাকা ডেবিট হয়ে যায়। বৃদ্ধা সঙ্গে সঙ্গে নিজের ব্যাঙ্কে ফোনে করেন। কিছু ক্ষণ পরই তাঁর কাছে একটি ফোন আসেন। পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ব্যক্তি ফোন করে ওই মহিলাকে জানান, তিনি ব্যাঙ্কের কর্মী। তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। ওই ব্যক্তি জানান, ওই অ্যাপের মাধ্যমেই টাকা ফেরানো হবে।তিনি অ্যাপটি ডাউনলোড করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা বেরিয়ে যায়। তিনি তখন থানার উদ্দেশে রওনা দেন। থানায় পৌঁছনোর আগেই তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক বারে মোট ৮ লক্ষ ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়। মীরা-ভায়ান্দার, ভাসাই-ভিরার পুলিশের সাইবার শাখা জানিয়েছে, উত্তরপ্রদেশের এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা গিয়েছে। অপরিচিত ওই ব্যক্তির নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.