এআই ৮০ ভাগ চাকরিজীবীকে চাকরিহীন করে দিতে পারে: ওপেনএআইয়ের গবেষণা
ODD বাংলা ডেস্ক: গত বছরের নভেম্বরে প্রযুক্তি বাজারে উন্মুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। ওপেনএআইয়ের এ চ্যাটবটটির অসাধারণ সব সক্ষমতায় অবাক পুরো বিশ্ব। ধারণা করা হচ্ছে যে, চ্যাটজিপিটির এ বিপ্লবের ফলে মানুষের চাকরির বাজার অনেকাংশে দখল করবে এআই।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চ্যাটজিপিটির নতুন ভার্সন জিপিটি-৪ এ সর্বাধুনিক মেশিন লার্নিং ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। এতে করে চ্যাটবটটি জিপিটি-৩ এর তুলনায় আরও শক্তিশালী হয়েছে। এমতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে নতুন এই জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার (জিপিটি) ল্যাংগুয়েজ মডেলটির প্রভাব কেমন হবে, সেটি নিয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
গবেষক দল প্রথমেই উল্লেখ করেছেন যে, গবেষণার ফলাফলটি কোনো ভবিষ্যদ্বাণী নয়; বরং এটি একটি অনুমান মাত্র। গবেষণা মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রায় ৮০ ভাগ চাকরিজীবীর অন্তত ১০ ভাগ কাজ জিপিটি দখল করে ফেলবে। এমনকি ক্ষেত্রবিশেষে ১৯ ভাগ চাকরিজীবীর প্রায় ৫০ ভাগ কাজ প্রযুক্তিটি দখল করে ফেলবে।
ওপেনএআই, ওপেনরিসার্চ ও পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমন্বয়ে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে প্রভাব বিস্তার বলতে কর্মক্ষেত্রে মানুষের তুলনায় জিপিটি কমপক্ষে ৫০ ভাগ সময় বাঁচাতে পারবে কি-না সেটিই বিবেচনা করা হয়েছে।
গবেষণায় জিপিটি দখল করে ফেলবে এমন পেশাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে মূলত দুটি ভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে। একদিকে বিশেষজ্ঞদের মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে যে, জিপিটি ঠিক কোন কোন চাকরিতে উল্লেখযোগ্য পরিমাণে জায়গা দখল করে নেবে। অন্যদিকে এআইয়ের মাধ্যমেও আলাদাভাবে একই বিষয় জানার চেষ্টা করা হয়েছে।
তবে এক্ষেত্রে ব্যাপারটি এমন নয় যে, চাকরিগুলোতে জিপিটি প্রযুক্তি হিসেবে আপনা-আপনিই সব কাজ করে ফেলবে। বরং গবেষণায় বোঝানো হয়েছে, প্রযুক্তিটি চাকরিগুলোতে সময় সাশ্রয় করে অনেকটা বড় পরিসরে কাজগুলো করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ১৫টি পেশায় জিপিটি চাকরির বাজার উল্লেখযোগ্য হারে দখল করতে পারবে। অন্যদিকে ল্যাংগুয়েজ মডেলের বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ৮৬টি পেশায় জিপিটি উল্লেখযোগ্য হারে চাকরির বাজার দখল করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, মোট পাঁচটি পেশায় জিপিটি চাকরির বাজার শতভাগ দখল করতে পারে। এ তালিকায় গণিতবিদ, ট্যাক্স প্রস্তুতকারী, লেখক, ওয়েব ডিজাইনারদের মতো পেশা রয়েছে। এদিকে আরও বেশ কিছু পেশায় জিপিটি অতি উচ্চ মাত্রায় চাকরির বাজার দখল করতে পারে বলে বিশেষজ্ঞরা অনুমান করেছেন। এক্ষেত্রে সার্ভে গবেষক (৮৪.৪ ভাগ), অনুবাদক (৮২.৪ ভাগ), জনসংযোগ বিশেষজ্ঞ (৮০.৬ ভাগ) ও পশু বিজ্ঞানী (৭৭.৮) অন্যতম। অন্যদিকে ল্যাংগুয়েজ মডেল আবার ভিন্নভাবে মোট ছয়টি পেশায় জিপিটি চাকরির বাজার শতভাগ দখল করতে পারে বলে মনে করেছে। এ তালিকায় গণিতবিদ, হিসাবরক্ষক, সাংবাদিক, আইন সচিব, ক্লিনিক্যাল ডাটা ম্যানেজার অন্যতম। আবার শতভাগ না হলেও ল্যাংগুয়েজ মডেল বেশ কয়েকটি পেশা শনাক্ত করেছে যেগুলোতে জিপিটি প্রায় ৯০ ভাগ পর্যন্ত চাকরির বাজার দখল করতে পারে। এর মধ্যে রয়েছে ব্লকচেইন ইঞ্জিনিয়ার, প্রুফ রিডার, কপি মার্কারের মতো পেশা।
তবে ওপেনএআইয়ের গবেষক পামেলা মিশকিন গবেষণাটির বেশ কয়েকটি সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, "আজ জিপিটি অনেক কাজই করতে পারে। গত কয়েক বছর ধরে জিপিটির প্রযুক্তিগত উন্নতি হচ্ছে এবং সময়ের সাথে সাথে আরও কঠিন সব কাজ অনায়াসে করে ফেলতে পারছে। এক্ষেত্রে এই পরিবর্তনশীল অবস্থাকে পর্যালোচনার জন্য আদর্শ কোনো মডেল নেই।"
গবেষণায় প্রতিটি পেশায় জিপিটির প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে গবেষকদের নিজস্ব মতামত নেওয়া হয়েছে। এক্ষেত্রে গবেষকদের কোনো পেশা সম্পর্কে পক্ষপাতদুষ্টতা কিংবা জ্ঞানের অপর্যাপ্ততা থাকতে পারে। একইসাথে একটি পেশায় কাজের অসংখ্য ক্ষেত্র থাকে। তাই মোটাদাগে কোনো পেশায় জিপিটির প্রভাব সম্পর্কে মন্তব্য করা কষ্টসাধ্য।
Post a Comment