অভিনেত্রীকে ভালোবেসে স্ত্রীকে ডিভোর্স দেন এই অভিনেতা
ODD বাংলা ডেস্ক: সিনেমা হোক সিরিয়াল, দুষ্টু-মিষ্টি প্রেমকাহিনি দেখতে কার না ভাল লাগে! অনেকে অভিনয় আর বাস্তব ভুলে সত্যি সত্যিই নায়ক-নায়িকাকে একসঙ্গে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন। সেই সঙ্গে দর্শকের মনে আরো একটা প্রশ্ন প্রায়ই উঁকিঝুঁকি দেয়, একসঙ্গে কাজ করতে করতে কি নায়ক নায়িকার মনেও দোলা দেয় না?
উত্তর হলো, হ্যাঁ দেয়। অভিনয় জগতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে একসঙ্গে কাজ করার সুবাদে প্রেম থেকে তা বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কিন্তু প্রেমে পড়ে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দেওয়া, এটা একটু বাড়াবাড়িই। এমন কাণ্ডও করেছেন এক অভিনেতা। সিরিয়ালের সেটে নায়িকার সঙ্গে প্রথম আলাপ এবং প্রেমের পর নিজের ১১ মাসের বিয়ে ভেঙে ওই নায়িকাকেই আবারো বিয়ে করেছেন নায়ক।
হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়ক হিতেন তেজওয়ানি এই কাণ্ড ঘটিয়েছেন। ২০০১ সালে সম্প্রচারিত হওয়া ‘কুটুম্ব’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার বিপরীতে ছিলেন গৌরী প্রধান, যিনি পরবর্তীকালে বাস্তব জীবনে তার স্ত্রী হন। সিরিয়ালটি হিতেনের জীবন বদলে দিয়েছিল নানাভাবে। এই সিরিয়ালের মাধ্যমেই ক্যারিয়ারে বড় ব্রেক পেয়েছিলেন তিনি। আবার এই সিরিয়ালই জীবনসঙ্গীকে এনে দিয়েছিল তার কাছে।
‘কুটুম্ব’ সিরিয়ালের মাধ্যমে প্রথম আলাপ হিতেন ও গৌরীর। নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করতে করতে বাস্তবেই একে অপরকে মন দিয়ে বসেন তারা। কিন্তু হিতেন আগে থেকেই বিবাহিত ছিলেন। ক্যারিয়ারের শুরুতেই বিয়েটা সেরে রেখেছিলেন তিনি। তবে তার প্রথম বিয়ে ছিল পরিবারের থেকে ঠিক করে দেওয়া।
কিন্তু গৌরীর সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই তার প্রতি টান অনুভব করতে শুরু করেন হিতেন। প্রেমে পড়তে সময় লাগেনি দুজনের। তারপরেই সিদ্ধান্ত নিয়ে নেন হিতেন। ২০০০ সালে প্রথম বিয়ে করেন তিনি। সেই বিয়ের তখন সবে ১১ মাস হয়েছিল। কিন্তু গৌরীর প্রেমে এতটাই পাগল হয়ে উঠেছিলেন তিনি যে মাত্র ১১ মাসেই প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন।
এ বিষয়ে হিতেন পরবর্তীকালে জানিয়েছিলেন, বিয়ের পরেই অভিনয়ে পা রাখেন তিনি। ব্যস্ততায় স্ত্রীকে সময় দিতে পারতেন না। তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ায় দুজনের মধ্যে তেমন ঘনিষ্ঠতাও গড়ে উঠতে পারেনি। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনেই। ২০০৪ সালে গৌরীকে দ্বিতীয় বিয়ে করেন হিতেন। ২০০৯ সালে দুই যমজ সন্তানের জন্ম দেন অভিনেত্রী। ২০ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন হিতেন-গৌরী।
Post a Comment