যেভাবে মাটির নিচে সোনা জমা হয়

 


ODD বাংলা ডেস্ক: দামি বস্তু কিংবা প্রিয় কোনো কিছুকে বোঝাতে যার সঙ্গে তুলনা করা হয়, তা হচ্ছে সোনা। এটি কার না প্রিয়? সেই কোন যুগ থেকে বহমূল্য এই ধাতুর প্রেমে পাগল পুরো বিশ্ব। পৃথিবীতে অনেক সোনার খনি আছে, সেখান থেকেই সোনা উত্তোলন হয়। মাটির তলা থেকে তুলে আনা হয় সোনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাটির তলায় এত বিপুল পরিমাণ সোনা এল কোথা থেকে?

এর উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হয় ৪০০ কোটি বছর আগে। সে সময় পৃথিবীর মাটিতে একের পর এক আছড়ে পড়ছিল গ্রহাণু এবং উল্কাপিণ্ড। পৃথিবী তখন মাত্র তৈরি হয়েছে। সেই সময় নতুন তৈরি হওয়া পৃথিবীর ওপর প্রায় ২০ কোটি বছর ধরে উল্কাপাত হতে থাকে। সোনা আসে সেই উল্কাপিণ্ডের সঙ্গে।


অর্থাৎ বহির্বিশ্ব থেকেই সোনার আমদানি হয় পৃথিবীতে। ঐ ২০ কোটি বছরেই সিংহভাগ সোনা সোনা পৃথিবীতে পৌঁছে যায়, জমা হয় মাটির তলায়। উল্কাপিণ্ডের সঙ্গে আসা সোনা মাটির তলায় জমা ছিল ৪০০ কোটি বছর ধরে। এখন সেই সোনাই মাটির তলা থেকে তুলে ব্যবহার করছে মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.