মায়ের হাতের পিটুনি খেয়ে দৌঁড়ে পালাল বাচ্চা শিম্পাঞ্জি
ODD বাংলা ডেস্ক: মানবশিশু ভুল করলে মা শাসন করে। শিম্পাঞ্জিরাও ঠিক এই কাজটিই করে। এর প্রমাণ মিলল একটি ভিডিও থেকে। তার আগে বলে নেয়া ভালো, শিম্পাঞ্জিদের রয়েছে সামাজিক জ্ঞান। এদের শিকার কৌশলও অত্যাধুনিক। বন্দি শিম্পাঞ্জিরা মানুষের সাংকেতিক ভাষা শিখে নিয়েছে। বলা যায় এদের সামঞ্জস্য জ্ঞান অসাধারণ।
চিড়িয়াখানা শিশু শিম্পাঞ্জি খেলছিল। তাই দেখে আনন্দ পাচ্ছিল দর্শক। হঠাৎ শিশু শিম্পাঞ্জি ঢিল ছুড়ে দেয় দর্শকদের দিকে। এতে কেউ আহত হতে পারত। কিন্তু তা হয়নি। এরপরেই তার মা তাকে শাসন করে ঐ জায়গা থেকে সরিয়ে নেয়।
এ ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে।২৩ মার্চ ভিডিওটি টুইট করেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা। ক্যাপশানে তিনি লেখেন, শিশু ঢিল ছুড়ছে দর্শকদের দিকে, আর তাই মা শাসন করছেন। ওরাও আমাদের মতো। মা-বাবাই পারেন বাচ্চাদের প্রকৃত শিক্ষা দিতে পারেন।
ভিডিওতে দেখা গেছে, খাঁচার মধ্যে উঁচু পাথরের উপরে বসে রয়েছে পাঁচ থেকে ছয়টি শিম্পাঞ্জি। প্রত্যেকেই আপন মনে কিছু না কিছু করছিল। সেগুলোর মধ্য থেকে একটি বাচ্চা শিম্পাঞ্জি উঠে দাঁড়িয়ে দর্শকদের দিকে একটি ঢিল ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে সন্তানের কাজে বিরক্ত হয়ে মা শিপাঞ্জি গাছের ডাল উঁচিয়ে বাচ্চার দিকে তেড়ে আসে। ঐ ডাল দিয়েই বাচ্চার পিঠে কয়েকটা ঘা দেয় মা। মায়ের হাতে পিটুনি খেয়ে দৌঁড়ে পালা বাচ্চা শিম্পাঞ্জি।
টুইটারে শেয়ার দেওয়ার পরপরই ভিডিওটি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। বলা যায়, মজার এ কাণ্ড নিয়ে একপ্রকার শোরগোল পড়ে গেছে। মন্তব্যের বন্যায় উপচে পড়ে কমেন্টবক্স।
অনেকেই মনে করছেন, শিম্পাঞ্জি মায়ের কাছ থেকে মানুষের শিক্ষা নেয়া উচিত। কেউ আবার লিখেছেন, মানুষ যখন পশুপাখিদের দিকে ঢিল ছোড়ে, তখন অনেক সময়ই এমন শাসন দেখা যায় না।’
Post a Comment