টিনেজারদের ব্রেকআপের কষ্ট কাটিয়ে উঠতে ৪ মিলিয়ন ডলার খরচ করছে নিউজিল্যান্ড
ODD বাংলা ডেস্ক: টিনেজারদের হৃদয়ভঙ্গের কষ্ট কাটিয়ে উঠতে সহায়তায় এগিয়ে এসেছে নিউজিল্যান্ড সরকার। টিনেজাররা যেন প্রাক্তনদের ভুলে সামনে এগিয়ে যেতে পারে, সেজন্য মিলিয়ন ডলার ব্যয় করছে দেশটি। খবর সিএনএন-এর।
বুধবার 'লাভ বেটার' নামের এ কর্মসূচি চালু হয় নিউজিল্যান্ডে। এ কর্মসূচিটি টিনেজারদের সম্পর্ক ভেঙে (ব্রেকআপ) যাওয়ার কষ্ট কাটিয়ে উঠতে ও সম্পর্কভঙ্গের ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সাহায্য করবে।
আগামী তিন বছরে এ কর্মসূচির জন্য নিউজিল্যান্ডের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ৪ মিলিয়ন মার্কিন ডলার দেবে।
নিউজিল্যান্ড সরকার বলেছে, এই কর্মসূচিকে তারা অন্যতম প্রধান ইস্যু হিসেবে নিয়েছে।
সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অ্যাসোসিয়েট মন্ত্রী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান এক বিবৃতিতে বলেন, '১ হাজার ২০০-র বেশি তরুণ কিউই আমাদের বলেছে যে অল্পবয়সে প্রেম ও কষ্ট পাওয়ার অভিজ্ঞতা সামলাতে ওদের সাহায্য প্রয়োজন। আর ব্রেকআপকে একটি কমন চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।'
এ কর্মসূচির একটি প্রচারণামূলক ভিডিওতে বলা হয়, 'ব্রেকআপ জঘন্য।'
ওই ভিডিওতে টিনেজাররা প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে ব্লক করা এবং অতীত সম্পর্কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে। একজন বলে, 'এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাতে আমার ঘুম প্রয়োজন। ওকে ভুলতে হবে আমার।'
এ কর্মসূচির আওতায় সম্পর্ক ভেঙে যাওয়া তরুণদের জন্য ফোন নম্বর, টেক্সট পাঠানোর নম্বর কিংবা ইমেইল হেল্পলাইনের ব্যবস্থা থাকবে। ইয়ুথলাইন নামে এক সংস্থা এসব সেবা দেবে। সংস্থাটি ১২ থেকে ২৪ বছর বয়সিদের সাহায্য দিয়ে থাকে। বিদ্যমান হেল্পলাইন সেবাকে সম্প্রসারিত করার জন্য ইয়ুথলাইন অর্থসাহায্য পাচ্ছে।
ইয়ুথলাইনের প্রধান নির্বাহী শে রোনাল্ড জানান, তাদের হেল্পলাইনে তরুণ-তরুণীরা সাধারণত সম্পর্কের জটিলতা নিয়েই বেশি যোগাযোগ করে।
নিউজিল্যান্ডের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যানুসারে, নিউজিল্যান্ডের ১ হাজার ২০০ তরুণ-তরুণীর মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, তাদের ৬৮ শতাংশই 'সাধারণ ব্রেকআপের' চেয়ে অনেক বেশি কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
রাধাকৃষ্ণান বলেন, এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচকতা তৈরি করা।
লাভ বেটার কর্মসূচিটি নিউজিল্যান্ড সরকারের গার্হস্থ্য সহিংসতা ও যৌন সহিংসতা কমানোর বৃহত্তর জাতীয় কৌশলের একটি অংশ।
মিনিস্ট্রি অভ জাস্টিসের তথ্য অনুসারে, প্রতি বছর নিউজিল্যান্ড পুলিস ১ লাখের বেশি গার্হস্থ্য সহিংসতার ঘটনার তদন্ত করে।
Post a Comment