টানা ৪৬ ঘণ্টা ফোনে কথা বলে বিশ্ব রেকর্ড
ODD বাংলা ডেস্ক: নিজের নামের পাশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড- খুব সহজ কোনো কথা নয়। একটু ব্যতিক্রম কিছু শুধু নয় একেবারে অবিশ্বাস্য রকমের কিছু করে তবেই ওয়ার্ল্ড রেকর্ড গড়া যায়।
অনেকেই আছেন ফোনে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে শুরু করলে দিন দুনিয়া ভুলে যান! গল্প চলতেই থাকে। কখন যে সময় চলে যায়। অনেক সময় এই গল্পের পরিধি মিনিট পেরিয়ে ঘণ্টায় পৌঁছায়। তাই বলে, একেবারে টাকা ৪৬ ঘণ্টা কথা বলা কী সম্ভব!
ঠিক এই কাজটিই করে দেখিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এরিক আর. ব্রুস্টার এবং অ্যাভেরি এ. লিওনার্ডর। এটি পৃথিবীর দীর্ঘতম ফোনকল। যা চলেছিল ৪৬ ঘণ্টা ১২ মিনিট ৫২ সেকেন্ড ২২৮ মিলিসেকেন্ড।
কথা চলাকালে দুইজনকে ১০ সেকেন্ডের বেশি কথা বলা বন্ধ করার অনুমতি দেওয়া হয়নি। তবে তারা কেবল প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের বিরতি নিয়েছিলেন। হার্ভার্ড জেনারেলিস্ট নামে একটি শোয়ের জন্য নতুন ছাত্রের মধ্যে এই ফোনকল করা হয়। এসময় তাদের পর্যবেক্ষণ করা হয়।
উল্লেখ্য, এই রেকর্ডটি হয়েছিল ২০১২ সালে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পায় এই দীর্ঘ ফোনকল। এর আগে ২০০৯ সালে সুনীল প্রভাকর সব থেকে লম্বা ফোন কলের রেকর্ড তৈরি করেছিলেন যার সময়কাল ছিল ৫১ ঘণ্টা। সে সময় তিনি একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন। প্রথমে তিনি একজন কার্ডিওলজিস্টকে ফোন করেন। এরপর আরো অনেকের সঙ্গেই কথা বলেন।
Post a Comment