তরমুজের স্মুদি
ODD বাংলা ডেস্ক: বাজারে এখন পাওয়া যাচ্ছে রসালো ফল তরমুজ। গরমে স্বস্তি পেতে এই মৌসুমি ফলের এক গ্লাস ঠাণ্ডা স্মুদি আপনাকে করবে সতেজ। এটি বানানোও ভীষণ সহজ। রইল রেসিপি।
উপকরণ
তরমুজের টুকরা- দেড় কাপ (বিচি ছাড়িয়ে নিন), পাকা কলা- একটি (টুকরা করা), দই- তিন কাপ,
পুদিনা পাতা- এক মুঠো, চিনি- স্বাদ মতো।
প্রণালী:
প্রথমে খরমুজ ব্লেন্ড করে নিন। এরপর পাকা কলা, দই ও পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করুন, যেন মিহি হয়ে যায়। সব শেষে চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। চাইলে চিনি বাদ দিয়েও বানাতে পারেন স্মুদি। পরিবেশন করুন গ্লাসে ঢেলে ও বরফ কুচি মিশিয়ে।
Post a Comment