শিশুর পড়ার ঘরে যা রাখবেন, যা রাখবেন না

 


ODD বাংলা ডেস্ক: বাবা-মায়েদের প্রায়ই বলতে শোনা যায সন্তানের পড়াশোনায় মন নেই। কিছু বাচ্চা কঠোর পরিশ্রম করেও পরীক্ষায় ভালো ফল করতে পারে না। মা-বাবারও এ নিয়ে চিন্তার শেষ নেই। বাড়ির অন্যান্য ঘরের মতো, বাচ্চার পড়ার ঘরও সচেতনভাবে সাজানো উচিত।

>> বাচ্চার পড়ার ঘরও উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হলে ভালো। পড়ার ঘরের জানালা পূর্ব দিকে হওয়া উচিত, যাতে সকালে সূর্যের আলো ঢুকতে পারে। ডাইনিং টেবিলও থাকা উচিত নয় পড়ার ঘরে। 


>>স্টাডি টেবিলে ক্রিস্টালের কোনো জিনিস রাখতে পারেন। এতে আপনার বাচ্চা পড়াশোনায় আগ্রহী হবে। পড়াশোনায় মনোযোগ বাড়াতে স্টাডি রুমের দক্ষিণ-পূর্ব কোণে একটি মানি প্ল্যান্ট লাগান। উত্তর-পূর্ব দিকে মাছের অ্যাকোয়ারিয়াম রাখুন। স্টাডি রুমের পূর্ব দেওয়াল সবসময় পরিষ্কার রাখুন। 


>>সবুজ বাল্ব, সবুজ উদ্ভিদ, সবুজ পিরামিড পূর্ব দিকে রাখতে পারেন। বাঁশ গাছও রাখতে পারেন। এতে ইতিবাচক শক্তির বিস্তার হয় এবং বাচ্চার পড়াশোনায় মন বসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.