যে কোনও কাজ সম্পন্ন করার আগে অধিক পরিশ্রম করতে হয়, দেখে নিন কোন রাশির এমন ভাগ্য
ODD বাংলা ডেস্ক: আমরা সকলে একে অপরের থেকে ভিন্ন। কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ চালাক তো কেউ বোকা। তেমনই কেউ সকলকে নিয়ে চলতে পছন্দ করেন তো কেউ নয়। তেমনই সকলের ভাগ্যও ভিন্ন। কেউ সহজে সব কাজে সাফল্য পান তো কেউ নয়। আজ রইল চার রাশির কথা। জীবনের প্রতি পদক্ষেপে কঠিন লড়াই চালিয়ে যান এরা। যে কোনও কাজ সম্পন্ন করার আগে অধিক পরিশ্রম করতে হয় এদের। অধিকাংশ সময় পরিশ্রমের তুলনায় তেমন ফল পান না। চিনে নিন চার রাশির ছেলে মেয়েদের। সাফল্য পেতে যাদের করতে হয় অধিক সংগ্রাম।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের সব কাজে করতে হয় পরিশ্রম। সহজে কোনও কাজে সাফল্য আসে না। এরা সহজে কোনও কাজে সাফল্য পেতে সমস্যায় পড়েন। এরা সকলের থেকে আলাদা হন।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বৃষ রাশির মতো হন এরাও। সহজে সাফল্য পান না। যে কোনও কাজ সম্পন্ন করতে এদের পরিশ্রম করতে হয়। এই রাশির ছেলে মেয়েরা সহজে সাফল্য পান না।
তুলা রাশি
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা সহজে সফল হন না। যে কোনও কাজ করতে অধিক পরিশ্রম করতে হয় এদের। এই রাশির ছেলে মেয়েদের কোনও সাফল্য পেতে কঠিন লড়াই করতে হয়।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এদের ভাগ্যও বাকি দুই রাশির মতো। সহজে সাফল্য পান না এরা। যে কোনও কাজ করতে কঠিন লড়াই লড়তে হয়। অধিকাংশ সময় পরিশ্রমের তুলনায় তেমন ফল পান না। যে কোনও কাজ সম্পন্ন করা অনেক সময় এদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় এরা আগ্রহ হারিয়ে ফেলেন।
বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। তফাত সকলের আচরণে। তেমনই ভাগ্যেও। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। শাস্ত্র মতে, যে কোনও কাজ সম্পন্ন করার আগে অধিক পরিশ্রম করতে হয় এদের।
Post a Comment