হানিমুনে বালি যাওয়ার কথা ভাবছেন? আপনার জন্য দুঃসংবাদ

ODD বাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। বছরে কয়েক লক্ষ মানুষ এই দ্বীপে ভিড় জমান। হানিমুন কাপলদের কাছে এটি দারুণ জনপ্রিয় একটি পর্যটন স্থল।অন্যান্য বিদেশি পর্যটন স্থলগুলির তুলনায় অনেকটাই কম খরচে বালি ঘুরতে পারেন ভারতীয় পর্যটকরা। মোটামুটি ৫ থেকে ৬ দিন হাতে থাকলে বালি ঘুরে নেওয়া যায় অনায়াসে। পর্যটকদের সুবিধার কথা ভেবেই এখানে এতদিন চালু ছিল বাইক বা স্কুটির পরিষেবা। এখন আর তা হবে না। এখানকার ট্র্যাফিকের নিয়মগুলির বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং নতুন বিধি অনুসারে, ভ্রমণের জন্য নিষিদ্ধ করা হযেছে বাইক। আসলে প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক বালিতে বেড়াতে যান। এঁদের মধ্যে একটা বড় অংশ বাইক ভাড়া করে শহর ঘোরেন। আসলে গাড়ি বা ক্যাব ভাড়া করে শহর বেড়োনোর চাইতে বাইকে ভ্রমণ তুলনামূলক সস্তা। এবং এই সব বিদেশি পর্যটকরা ক্রমাগত ট্র্যাফিক বিধি লঙ্ঘন করছিলেন। এই নতুন নিয়ম জারি করে এই ধরনের পর্যটকদের গতি বেঁধে দিয়ে ইন্দোনেশিয়ার সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.