বায়োমেট্রিক না মিললে আধার দেখিয়ে তোলা যাবে রেশন, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

ODD বাংলা ডেস্ক: বায়োমেট্রিক না মিললে আধার নম্বর দেখেই রেশন দেওয়া যাবে। সম্প্রতি রাজ‌্যসভায় নির্দিষ্ট প্রশ্নের জবাবে রেশন ডিলারদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি।এইসঙ্গে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৯ শতাংশ কার্ডের বায়োমেট্রিক করানো হয়ে গিয়েছে। তবে এখনও অনেক ক্ষেত্রে কোথাও কোথাও হাতের ছাপ মিলছে না, কোথাও আবার তথ্যের অভাবে রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না। বয়স্কদের পাশাপাশি সেক্ষেত্রে সমস‌্যায় পড়ছেন বিবাহবিচ্ছিন্নারা। তথ্যের অভাবে সমস‌্যা তৈরি হচ্ছে সেখানে। এই প্রেক্ষিতেই একাধিক সাংসদের প্রশ্নের জবাবে এ নিয়ে মন্ত্রী আধার কার্ডের নম্বর দেখে রেশন দেওয়ার কথা বলে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.