খুশকি দূর হবে ক্যাস্টর অয়েলের গুণে, এই কয়টি উপাদান মেশান তেলের সঙ্গে, মিলবে উপকার

 


ODD বাংলা ডেস্ক: রুক্ষ্ম চুল, চুল পড়া, অকাল পক্কতা কিংবা ডগা চেরা। এই সকল সমস্যা দূর করতে অনেকেই ব্যবহার করেন ঘরোয়া উপাদান। কেউ কেউ আবার ভরসা রাখের তেলের ওপর। তেমনই এবার চুলের যত্নে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। চুল পড়া বন্ধ করতে অনেকেই ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকেন। তবে, এবার থেকে খুশকি দূর করতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। অনেকেই সারা বছর খুশকির সমস্যায় ভুগে থাকেন। রইল কয়টি বিশেষ উপায়ের হদিশ। এই কয় ভাবে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। মিলবে উপকার।


ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল, টি ট্রি অয়েল দিয়ে প্যাক বানান। পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিন। তাতে মেশান ক্যাস্টর অয়েল ও সম পরিমাণ টি ট্রি অয়েল। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিন।


ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল, রোজমেরি অয়েল দিয়ে প্যাক বানান। সম পরিমাণ ক্যাস্টর অয়েলে, আমন্ড অয়েল, রোজমেরি অয়েল নিন। তা দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার। দূর হবে খুশকি।


ক্যাস্টর অয়েল ও আদার রস দিয়ে প্যাক বানান। আদার রসের সঙ্গে মেশান ক্যাস্টর অয়েল। ভালো করে মিলিয়ে নিন। তা দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার। দূর হবে খুশকি।


ক্যাস্টর অয়েল ও অরিগ্যান অয়েল দিয়ে প্যাক বানান। সম পরিমাণ ক্যাস্টর অয়েল ও অরিগ্যান অয়েল নিন। তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার। সপ্তাহে একদিন ব্যবহারে মিলবে উপকার। মেনে চলুন বিউটি টিপস।


ক্যাস্টর অয়েল, নারকেল তেল ও ডিম দিয়ে প্যাক বানান। পাত্রে সম পরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল নিন। এবার তাতে একটি ডিম ফেটিয়ে নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।


ক্যাস্টর অয়েল ও পাতিলেবু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি বাটিতে ক্যাস্টর অয়েল নিন। তাতে মেশান পাতিলেবুর রস। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এভাবে চুলের নিন বিশেষ যত্ন। এই কয় উপায় ক্যাস্টর অয়েল ব্যবহারে মিলবে উপকার। মেনে চলুন বিউটি টিপস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.