বাড়ির কোন দিকে ডেস্ক রাখবেন, কোন দিকে চেয়ার? জেনে নিন সব



 ODD বাংলা ডেস্ক: বাড়ি থেকে কাজ করছেন? বিছানার ওপর কোলে ল্যাপটপ নিয়ে বা ডাইনিং টেবিলে বসে? বা বিছানার এক কোণে ছোট্ট টেবিল চেয়ারে বসে? বাস্তু শাস্ত্র বলছে, বাড়িতে বসে কাজ করলে বেশ কিছু বাস্তু নিয়ম মেনে চলা উচিত। ভালো ভাবে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বাস্তু শাস্ত্র আমাদের সাহায্য করে। তাই কেউ যদি বাড়ি থেকে কাজ করার জন্য চেয়ার, ডেস্ক ইত্যাদি নিয়ে এসেছেন, তা হলে সেটি রাখার সঠিক দিক সম্পর্কে বাস্তু শাস্ত্রের মাধ্যমে জেনে নিন।


১. বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে অফিসের কাজ করার টেবিল রাখা উচিত। এই দিকটি ব্যবসার জন্য ভালো। এর ফলে কেরিয়ারও স্থায়ীত্ব লাভ করে। বাস্তু অনুযায়ী এই স্থানে অফিস থাকলে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারবেন।


২. বাড়ির অফিসের দেওয়ালের রঙ হওয়া উচিত ক্রিম, হাল্কা হলুদ, হাল্কা সবুজ ও হাল্কা সোনালী। বাড়িতে কাজ করার উপযুক্ত ভারসাম্য যুক্ত পরিবেশ গড়ে তুলতে চাইলে ক্রিমের মতো নিরপেক্ষ রঙ ব্যবহার করুন। এর ফলের কাজের প্রতি সম্মান বাড়বে ও কাজে মনোনিবেশ করতে পারবেন। আবার হাল্কা হলুদ রঙ সুস্বাস্থ্যে সহায়ক। হাল্কা সবুজ রঙ করলে মস্তিষ্ক, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য থাকে। এটি ইতিবাচক শক্তিকে আকৃষ্ট করতে পারে। হাল্কা সোনালী রঙ উৎপাদন ক্ষমতা ও লাভের পথ প্রশস্ত করে।


৩. বাস্তু অনুযায়ী যে চেয়ারে বসে কাজ করবেন, তা যেন আরামদায়ক, শক্ত হয়। চেয়ারের হেলান দেওয়ার স্থানের উচ্চতা পর্যন্ত যাতে ব্যক্তির মাথা যায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। এটি ভালো ও সাপোর্টিং জীবনের প্রতিনিধিত্ব করে।


৪. ডেস্ক থাকতে হবে দক্ষিণ-পশ্চিম দিকে। কিন্তু উত্তর-পূর্ব দিকে মুখ করে কাজ করবেন। সামনে যেন দরজা না-থাকে, সে দিকে লক্ষ্য রাখতে বলছে বাস্তু শাস্ত্র। এর ফলে কর্মরত ব্যক্তি অবসাদের শিকার হবেন না এবং মনোযোগ বৃদ্ধি পাবে।


৫. আবার জরুরি নথিপত্র রাখা রয়েছে, যে ড্রয়ারে তা যেন পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে থাকা উচিত। যাতে ড্রয়ারটি উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে খোলে। আবার ড্রয়ারের মধ্যে সিট্রাইন ক্লাস্টার বা গোল্ড পাইরিট ক্রিস্টাল রাখলে ধন বৃদ্ধি হয়।


৬. অফিসে কালো বা নীল রঙ করবেন না। কালো নেতিবাচক শক্তির প্রতিনিধিত্ব করে। আবার নীল রঙ ব্যবসায়ীদের জন্য উপযুক্ত নয়। কারণ নীল রঙ জলের প্রতিনিধিত্ব করে, যা আপনার আবেগকে অস্থির করে তুলতে পারে। এ ছাড়াও এর ফলে স্বাস্থ্য সমস্যাও দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।


৭. দুর্ভাগ্যের হাত থেকে মুক্তি পেতে অপ্রয়োজনীয় কাগজ ও কলম ফেলে দিন।


৮. ডেস্কের উত্তর-পশ্চিম দিকে একটি ছোট গ্লোব রাখবেন। এর ফলে বিদেশে চাকরির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.