৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ODD বাংলা ডেস্ক: রবিবারেও বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। প্রসঙ্গত কলকাতা ও সংলগ্ন এলাকা মরশুমের প্রথম কালবৈশাখীর দেখা পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়৷ আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার এবং দমদমে ৬৪ কিলোমিটার৷ পুরুলিয়া-সহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার ঝড়বৃষ্টি হয়েছে৷ পুরুলিয়া ও তার সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টি, ঝড় এবং বজ্রপাতের খবর মিলেছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.