শীঘ্রই উধাও হবে এই ঠান্ডা আমেজ! তবে বুধবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়

ODD বাংলা ডেস্ক:এখনও সে ভাবে চালাতে হচ্ছে না এসি। রোদ ততটা অসহ্য লাগছে না এখনও। তবে বসন্তের এই সুখকর আমেজে শীঘ্রই ইতি পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে গরম বাড়তে শুরু করবে বাংলায়। তবে তার আগে হাতে আছে আরও একটি দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই বৃষ্টি হতে পারে বুধবার।আবহবিদেরা জানিয়েছেন, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় বজ্রগর্ভ মেঘের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টিতে গত কয়েক দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.