রাজ্যজুড়ে আরও কয়েকদিন ঝড়বৃষ্টি, কবে থেকে বদলাবে আবহাওয়া?

ODD বাংলা ডেস্ক: রবিবারও দুর্যোগ অব্যাহত। নতুন সপ্তাহেও রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। কমবে দমকা হাওয়া। বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হতে পারে। বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়াও বইবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। আজ অর্থাৎ রবিবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হচ্ছে। আপাতত আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।তবে বুধবার থেকে বৃষ্টি কমবে। ওই দিন থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে চাবাগান এবং আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনও আলু তোলেননি সেই আলুচাষিদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.