কলকাতায় টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
ODD বাংলা ডেস্ক: আজ থেকে ফের টানা কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি।দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোম-মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
Post a Comment