শেষকৃত্য হওয়ার দু’বছর পর ঘরে ফিরলেন কোভিডে ‘মৃত’ যুবক!
ODD বাংলা ডেস্ক: কোভিডে আক্রান্ত হওয়ার পর মধ্যপ্রদেশের ধার জেলার এক যুবককে মৃত ঘোষণা করেছিলেন গুজরাতের একটি হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে গিয়ে শেষকৃত্যও করে ফেলেছেন পরিবারের সদস্যেরা। তবে প্রায় দু’বছর পর শনিবার সেই ‘মৃত’ যুবকই ঘরে ফিরে এসেছেন। এই দু’বছর তিনি কোথায় ছিলেন? আসল ঘটনাই বা কী? এ সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। ‘মৃতের’ বয়ান শোনার পরেই গোটা ঘটনাটি স্পষ্ট হবে বলে মত তাদের। রবিবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন কমলেশ পটিদার নামে ওই ৩৫ বছরের যুবকের তুতো ভাই মুকেশ পটিদার। তিনি জানিয়েছেন, শনিবার সকাল ৬টা নাগাদ এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন কমলেশ। দু’বছর পর তাঁকে জীবিত অবস্থায় দেখে যারপরনাই হতবাক তাঁর পরিবারের সদস্যরা।
Post a Comment